ফেনী প্রতিনিধি >>
রবিবার (১৫ এপ্রিল) সন্ধায় পিটিআই গ্রাম্য শিল্প মেলা প্রাঙ্গনে একটি কক্ষে থেকে আপত্তিকর অবস্থায় চার তরুন-তরুণীকে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন তিন যুবক রকি, স্বপন, হানিফ,( ছদ্ম নাম) ও এক তরুনি প্রিয়া (ছদ্ম নাম)।
সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা ঘটনার সময় পিটিআইর একটি কক্ষে আপত্তিকর অবস্হায় ছিলো। কর্তব্যরত এক গোয়েন্দা কর্মকর্তা তাদের দেখতে পেয়ে, ওই কর্মকর্তা তার সহযোগীদের নিয়ে তাদের সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটককৃত ওই যুবকরা কেওই ফেনীর নয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এদিকে আটককৃত ওই তরুনির বাড়ী ফেনী সদর উপজেলার বারাহিপুর গ্রামে এবং তার পিতা-মাতাকে থানায় এনে জিজ্ঞেসাবাদ করা হয়েছে।
ফেনী মডেল থানার অসি রাশেদুল ইসলাম খাঁন চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।