ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ ছাত্রীকে চোর সন্দেহে বন্দি রাখায় কুঠিরহাট বাজারের ব্যাবসায়ী মিন্টুকে আটক করেছে সোনাগাজী থানা পুলিশ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা. শহিদ উল্লাহ বাংলারদর্পনকে বলেন, বুধবার সকালে ওই দুই ছাত্রী স্কুলে আসার পথে তাদেরকে চোর সন্দেহে দোকানের স্টোর রুমে আটকে রাখেন কুঠিরহাট পোল সংলগ্ন দোকানদার মিন্টু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব বলেন উভয় ছাত্রীর অভিভাবকরা থানায় এসেছেন, মামলার প্রস্তুতি চলছে।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বাংলারদর্পনকে বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস ঘটনাস্থল থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধার করেন। এবং ব্যাবসায়ী মিন্টুকে আটক করা হয়েছে।