মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা- বাংলারদর্পন 

 

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বিকালে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমাহিলের বাসভবনে যান।

এর আগে আজ তিনি বাংলাদেশ নেভাল একাডেমীর ডিরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ১০১৭/বি ব্যাচ ও মিডশিপমেন-২০১৫ এর পাসিং আউট উপলক্ষে প্রেসিডেন্ট প্যারেড-২০১৭ অনুষ্ঠানে যোগদানের জন্য চট্টগ্রামে আসেন।

শেখ হাসিনা কিছু সময় মহিউদ্দিন চৌধুরীর বাসায় অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী ৭৪ বছর বয়সে গত ১৫ ডিসেম্বর নগরীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনী সমস্যায় ভুগছিলেন।

গত ১৮ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরীর কুলখানীতে পদদলিত হয়ে নিহত ১০ জনের পরিবারের সদস্যরা এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।

তিনি তাদের প্রত্যেকটি পরিবারকে ৫ লাখ টাকা করে অর্থ সহায়তার চেক প্রদান করেন। চেক হস্তান্তরকালে শেখ হাসিনা নিহতদের পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *