ফেনী প্রতিনিধি :
শেখ হাসিনা সরকার জঙ্গী নির্মুলে সফল হবে।শিক্ষা ও কৃষিতে সরকারের সফলতা সর্বমহলে প্রশংসনীয় হয়েছে।
ফেনীতে বাংলাদেশ কৃষকলীগের ত্রি-বার্ষীক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খাঁন কামাল একথা বলেন।
ফেনী জেলা কৃষকলীগের সভাপতি জামাল উদ্দিন ছুট্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অাশ্রাফুল অালম গিটার এর সঞ্চালনায় রোববার বিকালে ফেনী পৌর প্রাঙ্গনে উক্ত সম্মেলন অনুৃষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি অালহাজ্ব মোতাহের হোসেন মোল্লা।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী জেলা অা’লীগের সাধারন সম্পাদক ও ফেনী ২ অাসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহান আরা সুরমা, বাংলাদেশ অা’লীগের কৃষি বিষয়ক সম্পাদিকা ফরিদুন্নাহার লাইলী, কৃষকলীগের সহ সভাপতি ওমর ফারুক, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান অাজিজ অাহম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুর অালম শাহিন প্রমুখ।
অালোচনা সভা শেষে কাউন্সিলরদের ভোটে এবিএম সেলিম সভাপতি ও বর্তমান সাধারন সম্পাদক অাশ্রাফুল অালম গিটার সাধারন সম্পাদক নির্বাচিত হয়।
সস্পাদনা / এমএ