পরীক্ষায় অনিয়মের অভিযোগ : ঝিনাইদহে কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষক বহিস্কার

 

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ  :

জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়মের কারনে সদর উপজেলার উত্তর নারায়নপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষককে বহিস্কার করা হয়েছে। ১১.১১.২০১৭ ইং শনিবার দুপুরে গণিত পরীক্ষা চলাকালীন সময়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রে ও সহকারি কমিশনার জাফর সাদিক চৌধুরী তাদের বহিস্কার করেন। বহিস্কারকৃত শিক্ষকরা হচ্ছেন, উত্তর নারায়নপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব ওবাইদুর রহমান, সহকারি সচিব শরিফুল ইসলাম, কক্ষ পরিদর্শক মোকাদ্দেছ হোসেন ও ফেরদৌস হোসেন।

নির্বাহী ম্যাজিস্টেট জাফর সাদিক চৌধুরী জানান, শনিবার দুপুরে গণিত পরীক্ষা চলাকালীন সময়ে উত্তর নারায়নপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের ৫ নং কক্ষে দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়ম দেখে ওই কক্ষের কক্ষ পরিদর্শক মোকাদ্দেছ হোসেন ও ফেরদৌস হোসেন কে বহিস্কার করেন। পরে তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলে কেন্দ্র সচিব ওবাইদুর রহমান ও সহকারি সচিব শরিফুল ইসলামকেও বহিস্কার করেন।

তবে কেন্দ্র সচিব ও কানুহরপুর দাখিল মাদ্রসার সুপার ওবাইদুর রহমান তার বহিস্কার হওয়ার বিষয়টি অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *