শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:
নিরাপদ সড়ক ও স্বাভাবিক জীবনের দাবিতে সাতক্ষীরার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে মানববন্ধন কর্মসূচি। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় এ কর্মসূচি। চলে দুপুর ১২টা অবধি। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান জানান, সদর উপজেলায় স্কুল ও মাদরাসা মিলে প্রায় শতাধিক স্কুলে এবং জেলায় সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করে।
শারদীয় দুর্গাপূজার ছুটি থাকার কারণে অনেকে কর্মসূচিতে অংশ নিতে পারেনি বলে জানায় শিক্ষার্থীরা। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইনস হাইস্কুল, ডিবি গার্লস হাইস্কুল, নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়, পিএন হাইস্কুল, ডিবি ইউনাইটেড হাইস্কুলসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেয়।
এসময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবার হারায় অতি আপনজনদের, তাঁদের স্বপ্নের মৃত্যু হয় আর জাতি হারায় তাঁদের প্রতিভাবানদের। চালকেদের সচেতনতা সৃষ্টি, গাড়ী চালনার ব্যাপারে তাদের সঠিক জ্ঞান দান কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা আর এমন মর্মান্তিক দূর্ঘটনায় কোনো প্রতিভাবান লোককে হারাতে চাই না।