সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজীতে গণসংযোগ কালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী বলেন, শুধু প্রার্থীতা নয়, নৌকার বিজয় নিশ্চিত করায় অামাদের মুল লক্ষ্য। সোমবার সকালে ফেনীর লালপুল থেকে সড়ক পথে সোনাগাজীর বিভিন্ন স্থানে গনসংযোগ করেন তিনি।
পথে পথে নেতাকর্মীদের সাথে পথসভায় মিলিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রোকেয়া প্রাচী। তিনি বলেন, শেখ হাসিনা যাকে যোগ্য মনে করে মনোনয়ন দিবেন সবাই ঐক্যবদ্ধ ভাবে তার বিজয়ের জন্য কাজ করতে হবে।
এসময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাছির উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুল মতিন, উপজেলা শ্রমীকলীগের সাধারন সম্পাদক আবদুল কাদের, সাংস্কৃতিক কর্মী রাজিব সারোয়ারসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।