কোম্পানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে যুবকের মৃত্যু

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:-
নোয়াখালী কোম্পানীগঞ্জে চর এলাহিতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আহত ব্যাক্তির মৃত্যূ হয়েছে ।
কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নে ৩নং ওয়ার্ড চর কলমি রীম প্রজেক্ট সংলগ্ন দোকানঘরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে কামাল উদ্দিন(৩৫) আগুনে পুড়ে আহত হয়েছেন। আহত কামাল উদ্দিন দোকানের মালিক ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়,প্রতিদিনের মতো বুধবার সকাল বেলা দোকান খুলে কামাল। কিন্তু হঠাৎ সকাল ১০ টায় গ্যাস সিলিন্ডার বিষ্পোরিত হয়। এসময় ক্যাশবক্সের পাসে থাকা কামাল উদ্দিনের শরিরের অধিকাংশ আগুনে পুড়ে যায়। পরে স্থানীয় জনতা,কামাল উদ্দিনকে উদ্ধার করে।
আহত কামাল উদ্দিনের শশুর, চর এলাহীর সিদুর মাঝি জানান,তার জামাতা অগ্নিদগ্ধ কামাল উদ্দিন(৩৫) কে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার তার মৃত্যূ হয়।
Related News

সোনাগাজীতে সরকারি খাল দখলের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ | বাংলারদর্পণ
ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বক্কার খালে অবৈধ স্থাপনা নির্মানRead More

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে সোনাগাজীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ফেনী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মির্জা কাদের ও মিজানুর রহমান বাদল বাহিনীর সংঘর্ষের সময় গুলিবিদ্ধRead More