পল্লী বিদ্যুত সোনাগাজী জোনাল অফিসের বিরুদ্ধে অতিরিক্ত বিলের অভিযোগ

সৈয়দ মনির অাহমদ >>> ফেনী পল্লী বিদ্যুত সমিতির সোনাগাজী জোনাল অফিসের বিরুদ্ধে অতিরিক্ত বিদ্যুত বিলের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, বিদ্যুতের নীট বিলের সাথে সার্ভিস চার্জ ১০ টাকা, কথিত  ডিমান্ড চার্জ বানিজ্যিক মিটারে ৫০ টাকা,  মিটার ভাড়া ১০টাকা,  ভ্যাট ৫%,  বিলম্বে অারো ৫% মাসুল দিতে হয়।

সামাজিক যোগাযোগের মাধ্যমে চর সোনাপুর গ্রামের মো. স্বপন জানান, তার বাড়ীর অাবাসিক মিটারে ৩শ টাকা বিল হত , গত মাসে ৫ হাজার টাকার উপরে বিল করা হয়েছে।  কলেজ রোডের সৈয়দ দীন মোহাম্মদ জানান, নিয়মিত ৮শ টাকার স্থলে গত কয়েকমাসে ৩হাজার টাকার উপরে বিল করা হচ্ছে।  মতিগঞ্জের সাইফুল ইসলাম জানান, ৭শ টাকার স্থলে ১৫শ টাকার অধিক বিল হচ্ছে।
রুদ্র ইসলাম জানান, ৩শ টাকার বিল ১৫শ টাকা হওয়ায় মিটার পরিবর্তন করা হয়েছে, তবুও কোন প্রতিকার পাওয়া যায়নি। চর ছান্দিয়ার মো. তারেক জানান, ৪শ টাকার স্থলে ১২শ টাকা বিল দিতে হচ্ছে, অভিযোগ করেও লাভ হয়নি। উত্তর চর ছান্দিয়ার অাবু বক্কর সিদ্দিক মানিক জানান, ১টি বাল্ব ও একটি পাখার বিল দিতে হচ্ছে  ৩শ টাকার উপরে। চর দরবেশের আমির হোসেন জানান, ১শ টাকার স্থলে ৪শটাকা বিল দিতে হয়। চাকলাদার মার্কেটের ব্যাবসায়ী মনোয়ার হোসেন বলেন, ৮শ টাকার স্থলে ৩হাজার টাকার উর্ধ্বে বিল দিতে হয়।
সোনাপুর গ্রামের অাবদুল্লাহ রিংকু জানাণ, ১২শ টাকার স্থলে দ্বিগুন বিল দিতে হচ্ছে।  হৃদয় রহমান জানান, ৩শ টাকার স্থলে নিয়মিত ৮শ+ বিল দিতে হচ্ছে।  মাস্টার অাকবর হোসেন জানান,মাত্র তিন ঘন্টা বাল্ব জ্বালানো বাবত ৩শ+ বিল দিতে হচ্ছে।  সোনাপুরের ফয়জুল হক সবুজ ও নবাবপুরের ইব্রাহীম ভুঞা- জানান, কখনো মিটার রিডারকে দেখা যায়না, তবে নিয়মিত বিদ্যুতের মাসিক বিল অাসে।  ধারনা করা হচ্ছে মিটার না দেখে বিল করা হচ্ছে।
অনেকের অভিযোগ মতে  ডিজিটাল মিটার স্থাপনের পর থেকে বাড়তি বিল গুনতে হচ্ছে। শতভাগ বিদ্যুতায়ন কে নাটক উল্লেখ করে গ্রাহকরা বলেন, প্রতি ঘন্টায় লোডশেডিং দেয়ার পরও শতভাগ বিদ্যুতায়নের নাটক  করছে পল্লী বিদ্যুত।
সোনাগাজী জোনাল অফিসের ডিজিএম মহিউদ্দিন মোশায়েদুল্যাহ বলেন,  অভিযোগ পাওয়ার পর অনেক গুলো মিটার পরিবর্তন করা হয়েছে।  যান্ত্রিক ত্রুটির কারনে অতিরিক্ত বিল হতে পারে। মিটারের সমস্যা গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।  অফিসে কারসাজি অথবা মিটার রিডারের কোন কারসাজি করার সুযোগ নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *