দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞার আজিজ ফাজিলপুর গ্রামে পিতার বাড়ি থেকে হাবিবুর রহমান ফারভেজ(২৮) নামে প্রেমিক যুবকের হাত ধরে পালিয়েছে আয়েশা আক্তার শিরিন(২০) নামে এক প্রবাসীর স্ত্রী।শিরিন ওই গ্রামের রুহুল আমিনের মেয়ে ও দাগনভূঞা পৌরসভার দক্ষিণ জগতপুর গ্রামের কুয়েত প্রবাসী নুরুল আলমের স্ত্রী।
এ ব্যাপারে নুরুল আলমের ভাই নুরেজ্জামান দাগনভূঞা থানার ওসি, দাগনভূঞা পৌরসভার মেয়র ও রামনগর ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি জানান, তার ভাবী শিরিন গত ১৪ এপ্রিল পালিয়ে যাওয়ার সময় তার ভাই নুরুল আলমের বিপুল টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
জানা গেছে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে রুহুল আমিনের মেয়ে আয়েশা আক্তার শিরিনের সাথে দাগনভূঞা পৌরসভার দক্ষিণ জগতপুর গ্রামের মোহাম্মদ হোসেন চেয়ারম্যানের সামনের বাড়ির নুরুল আলমের পারিবারিকভাবে ২০১৩ সালে বিয়ে হয়।বিয়ের পর তাদের কোন সন্তান হয়নি।গত ১৪ এপ্রিল হাবিবুর রহমান ফারভেজ নামে ওই যুবকের সাথে শিরিন পালিয়ে যায়।