বজ্রপাতে ৫ জনের মৃত্যু

 

নওগাঁ : শনিবার বিকেলে নওগাঁ সদর, মহাদেবপুর ও আত্রাই উপজেলায় পৃথক বজ্রপাতে ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে আকাশ অন্ধকার হয়ে এলে এসব স্থানে বজ্রপাত হয়।

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের বিরমগ্রাম গ্রামের আসাদুল ইসলামের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র আরাফাত ইসলাম বাড়ীর পার্শ্ববর্তী মাঠে গরু আনতে যায়। এসময় হঠাৎ সেখানে বজ্রপাত হলে আগুনের ঝলকানীতে আরাফাত গরুসহ ঝলসে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের সরিজপুর গ্রামের হাসেম আলীর ছেলে রকিবুল ইসলাম এবং ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের জাহের আলীর ছেলে আমজাদ হোসেন ঝরের সময় বাড়ীর পার্শ্বে আম কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।

এছাড়া আত্রাই উপজেলার দর্শনগ্রাম গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হয় রাজশাহীর বাঘা উপজেলার হাতেম আলীর ছেলে রতন ও আফতাব হোসেনের ছেলে মিলন।

এসব মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *