মো. অালাউদ্দিন —
আগামী ২৭ ডিসেম্বর ২০১৭ ইং বুধবার চট্টগ্রাম লালদীঘি ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে এক আজিমুশশান ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স অনুষ্ঠিত হবে।
কনফারেন্স সুষ্ঠু বাস্তবায়নের উপলক্ষে গত ০১ নভেম্বর সোমবার বাদে মাগরিব বায়েজিদস্থ গাউছুল আজম কমপ্লেক্স এ মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়্যদ মুহাম্মদ সোলাইমান তালুকদার এর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনফারেন্স বাস্তবায়ন পরিষদের আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ শহিদুল করিম চৌধুরী । বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ছিবগাতুল্লাহ মুহাম্মদ আরিফ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বাস্তবায়ন পরিষদের অধীনে গঠিত উপ-পরিষদ সমুহের আহবায়ক ও যুগ্ম আহবায়কগণ তাদের স্ব-স্ব উপ-পরিষদের প্রস্তুতির প্রতিবেদন উপস্থাপন করেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ তছলিম উদ্দীন, অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান, আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ, আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ, আলহাজ¦ মুহাম্মদ ফরিদ,আলহাজ্ব মুহাম্মদ সেলিম, মাস্টার মুহাম্মদ সোলায়মান প্রমুখ। সভায় বক্তাগণ আগামী ২৭ ডিসেম্বর চট্টগ্রাম লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।
নিবেদক