সোনাগাজী প্রতিনিধি >>>
সোনাগাজী-ফেনী সড়কের সাতবাড়িয়া ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে শুক্রবার জুমার নামাজের পর সড়ক দুর্ঘটনায় আহত মো. ফয়সল সন্ধ্যা ৬টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। সে পৌরসভাস্থ তেরিছা পুলের মৃত হাফেজ আবু তাহেরের ছেলে। শনিবার সকাল ৯টায় সামছুল হক জামে মসজিদের সামনে নিহতের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। তার সাথে আহত একই এলাকার রিয়াদ ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, ওইসময় মোটর সাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত ফয়সল ও অাহতরা মোটর সাইকেলে ছিলেন।