ফেনীর কাজিরবাগে অস্ত্র ও গুলিসহ ডাকাত অাটক

‌ফেনী প্রতিনিধি >>>

ফেনীর কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়ীয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১ টি দোনালা বন্ধুক,২ টি এলজি, ২০ রাউন্ড কার্তুজ ও ডাকাতির সরঞ্জাম সহ অান্তজেলা ডাকাত দলের সদস্য সরোয়ারকে অাটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।

 

শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ফেনী জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর অালম সরকার।

ফেনী শহরতলীর গিল্লাবা‌ড়িয়ায় বৃহস্প‌তিবার রাকে ডাকা‌তির প্রস্ত‌ু‌তিকা‌লে ওইসব অস্র ও গুলিসহ  স‌রোয়ার না‌মে অান্ত:‌জেলা ডাকাতদ‌লের এক সদস্য অাটক হ‌য় ।‌

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *