ফেনী প্রতিনিধি >>
ফেনী-৩ আসনের সাবেক সাংসদ মোশাররফ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনাগাজী উপজেলা যুবদলের আয়োজনে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক খুরশিদ আলমের সার্বিক পৃষ্ঠপোষকতায় মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন গঠন, উপজেলা ছাত্রদের সাবেক সভাপতি সৈয়দ আলম ভূইয়া, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাছির উদ্দিন মিষ্টার ,পৌর ছাত্রদলের সভাপতি নিজাম উদ্দিন, জেলা ছাত্র দলের যুগ্ন সম্পাদক মাঈন উদ্দিন ,সৌদি আরবের হাপার আল বাতেন প্রদেশের বিএনপির সহ-সভাপতি রহিম উল্যাহ প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি,যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে মরহুম সাংসদ মোশাররফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।