অনুমতি ছাড়া আবারো বিদেশ সফরে চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মিলন | বাংলারদর্পন

সোনাগাজী প্রতিনিধি : স্থানীয় সরকার বিধান ২০০৯ অনুযায়ী ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিদেশ সফরে যেতে বিভাগীয় কমিশনারের অনুমতি প্রয়োজন। চেয়ারম্যানদের ক্ষেত্রে রেজুলেশন এর মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়ে উক্ত রেজুলেশন এবং বিদেশ গমনের প্রয়োজনীয় কাগজ পত্রের অনুলিপি সংযুক্ত করে সংশ্লিস্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় কমিশনার’র বরাবরে অাবেদন করতে হয়।

জানাযায়, চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন কোন প্রকার অনুমতি ছাড়া আবারো ৬সেপ্টেম্বর বৃহষ্পতিবার  সিঙ্গাপুরে সফরে গেছেন।এর আগে গত জুলাই মাসে অনুমতি ছাড়া মালয়েশিয়া সফরে যান তিনি।

 

প্যালেন চেয়ারম্যান আকবর হোসেন বলেন, বিদেশ সফরের বিষয়টি শুনেছি, তবে অফিসিয়ালি কোন রেজুলেশন হয়নি এবং কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়ীত্ব দেয়া হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল পারভেজ বলেন, বিদেশ সফরের বিষয়ে কোন প্রকার অনুমতি নেননি চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন। স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪/৪/জ অনুযায়ী ইউপি চেয়ারম্যান ও সদস্যদরা অনুমতি ছাড়া বিদেশ সফরে গেলে বরখাস্ত হতে পারেন।

মোবাইল বন্ধ থাকায় এ ব্যাপারে চেয়ারম্যানের কোন বক্তব্য পাওয়া যায়নি।

চেয়ারম্যানের বার বার বিদেশ সফর ও ভারপ্রাপ্ত দায়ীত্বে কেউ না থাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

বিষয়টি তদন্তপুর্বক অাইনানুগ ব্যাবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার সচিব বরাবরে অাবেদন করেছেন চর ছান্দিয়া ইউনিয়নের জনৈক নাগরিক।

#ফাইল ছবি /

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *