সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী প্রেসক্লাবে শুক্রবার বিকাল ৩টায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ফেনী-৩ অাসনের এমপি অালহাজ রহিম উল্যাহর মতিবিনিময় সভা অনুৃষ্ঠিত।
এসময় তিনি সরকারের বর্তমান মেয়াদে সোনাগাজী -দাগনভুঞা এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প গুলোর বিবরন তুলে ধরেন। তিনি অারো বলেন, ২০১৭ সালের মধ্যেই সোনাগাজী উপজেলা শতভাগ বিদ্যুতায়ন হবে।
সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন কাঞ্চনের সভাপতিত্বে অারো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা অাবদুল হাদী, কাউন্সিলর মো. মোস্তফা, সৈয়দ মনির অাহমদ, শহীদুল ইসলাম, ওবায়দুল হক, ওমর ফারুক, সমির উদ্দিন ভুঞা, নুর অালম, জহিরুল হক সজিব, অাবদুল্লা রিয়েল, শরিয়ত উল্যাহ রিফাত, সালাউদ্দিন, সাহেদ সাব্বির প্রমুখ।