নিজস্ব প্রতিনিধি : সমাজসেবা ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ‘আচার্য দীনেশ চন্দ্র সেন স্বর্ণপদক’ পেয়েছেন বাংলাদেশ রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে আচার্য দীনেশ চন্দ্র সেন স্মৃতি রিসার্চ সোসাইটির পক্ষ থেকে এই পদক দেওয়া হয়।
বাংলাদেশ হিউম্যান রাইটস কমিটি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ান (আইপিইউ)-এর বর্তমান সদস্য ফজলে করিমের হাতে এই পুরস্কার তুলে দেন কলকাতার আ্যাদাপীঠ রামকৃষ্ণ সারদা মিশনের সম্পাদক মুরাল ব্রম্মচারী।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মোফাকখারুল ইকবাল, ভারতের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষিকা মিনতি দত্ত মিশ্র, আচার্য দীনেশ চন্দ্র সেন স্মৃতি রিসার্চ সোসাইটির সহসভাপতি অরূপ মৈত্র প্রমুখ।