লোহাগাড়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২: প্রাইভেট কার ও পিকঅাপ জব্দ

প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ দু’জন মাদক পাচারকারীকে অাটক করা হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত ২টি গাড়ীও জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২৩জুলাই) বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহার দিঘীর পাড় নামক স্থানে চট্টগ্রাম অভিমুখী ১টি প্রাইভেট কার এবং ১টি মালবাহী মিনি পিকঅাপে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ তাদের আটক করা হয়েছে।

আজ ২৪জুলাই সকাল সাড়ে ১১টায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মুল্য অানুমানিক ১কোটি ৬৫লক্ষ টাকা হবে বলে ধারনা করছে পুলিশ।

আটককৃতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোচরা পোমরা বুড়ির দোকান এলাকার হারাধন চক্রবর্তীর পুত্র জনি চক্রবর্তী(২১)। তার কাছ থেকে ৫০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে

অপরজন কুমিল্লা জেলার কোতোয়ালি কাপতান এলাকার বাবুল মিয়ার পুত্র মুহাম্মদ রাসেল(৩২)। এর কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে
২৪জুলাই সকালে তাদেরকে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *