দাগনভূঞায় মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা | বাংলারদর্পণ

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:
দাগনভূঞায় মাস্ক না পরে বাজারে আসায় ৭ জনকে চার হাজার দুইশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত ওই জরিমানা করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে এসিল্যান্ড মাসুমা জান্নাত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অভিযান পরিচালনা করেন। একইসঙ্গে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালান তিনি।

এ সময় দাগনভূঞা পৌর শহরের বিভিন্ন মার্কেটে অভিযান চলাকালে ব্যবসায়ী ও ক্রেতা মাস্ক পরে না আসায় সাতবাড়ীর মোঃ সুমন (৩৪)কে ৫শ টাকা, পূর্বচন্দ্রপুর ইউনিয়নের জাহিদুল ইসলাম (২৯)কে ২শ টাকা, আরিফ খান (২৮)কে ১হাজার টাকা, ফেনী সদর উপজেলার সিরাজুল ইসলাম (৫০)কে ১হাজার টাকা, চৌধুরী হাটের সোহেল (৩৩)কে ৫শ টাকা,হাসপাতাল রোডের নূর ইসলাম (১৯)কে ৫শ টাকা, সেনবাগের বোরহান উদ্দীন (২৩)কে ৫শ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত বলেন, সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *