ফেনী প্রতিনিধি :
দাগনভূঞায় ৪০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
পুলিশ সূত্রে জানাযায়, শনিবার (৮ আগষ্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ইব্রাহিম অটো হাউজ নামীয় পার্সের দোকানের সামনে পাকা রাস্তার উপর পুলিশ চেকপোষ্ট ডিউটি করাকালে এসআই মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় এএসআই মোঃ নাজমুল হুদা’র সঙ্গীয় ফোর্সসহ সিএনজি চালক রবিউল আলম পলাশ (২৪) কে ৪০ বোতল ফেন্সিডিল সহ আটক করে থানা পুলিশ।
সিএনজি চালক রবিউল আলম পলাশ ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের কলি উদ্দিন ভূঞা বাড়ির আবুল কালাম আজাদ প্রকাশ কালা মিয়ার ছেলে। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রজু করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম সিকদার ধৃত আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।