শহীদ ক্যাপ্টেন কাদের বীরউত্তম’র ৫০তম মৃত্যুবার্ষিকীতে রামগড়ে দোয়া ও মিলাদ

মোশারফ হোসেন , রামগড় :
খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান এর উদ্যোগে রামগড়ে সমাহিত শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম এর ৫০তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বাদ জোহর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক এর সভাপতিত্বে তার ব্যক্তিগত অফিসে মিলাদ ও দোয়া শেষে মরহুমের কবরস্থলে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাষ্টারপাড়া আজিজিয়া জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম।

মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর রামগড়ের ঘাটি থেকে খাগড়াছড়ির মহালছড়িতে পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে ১৯৭১ সালের ২৭ এপ্রিল বীরত্বের সাথে লড়াই করে ২শ মুক্তিযোদ্ধার প্রাণ বাঁচিয়ে শাহাদাৎ বরণকরেন বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম।

পরে ২৮ এপ্রিল পূর্ণসামরিক ও ধর্মীয় মর্যাদায় রামগড় কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। পরে বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে তার বীরত্বকে চিরস্মরণীয় করে রাখার লক্ষে বীর উত্তম খেতাবে ভূষিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *