মো. অালাউদ্দীন :
রাউজানের কালজয়ী ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আবক্ষমূর্তি ও স্মৃতি স্তম্ভতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল ১৬ জানুয়ারী, মঙ্গলবার বিকাল ৪:২০ টায় রাউজান সরকারী কলেজ সংলগ্ন সূর্যসেন চত্ত্বরে মাস্টারদা’র আবক্ষমূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সূর্য সেন স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে সেখান থেকে বিকাল ৪:৫০ টায় মাস্টারদা’র স্মৃতি বিজড়িত নোয়াপাড়া গ্রামের সূর্যসেন পল্লীস্থ তার বাস্তুভিটা পরিদর্শনে আসেন। সেখানে তিনি তার স্মৃতি স্তম্ভেপুস্পস্থবক অর্পন করেন। সেখানেও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, ইউএনও শামীম হোসেন রেজা, সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী প্রমুখ।
ভারতের এই সাবেক রাষ্ট্রপতির আগমণকে ঘিরে তার যাতায়তের সড়ক পথের নির্দিষ্ট দুরত্ব কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল।