ফেনীতে গৃহবধূ রেশমীর আত্মহত্যা 

 

ফেনী  প্রতিনিধিঃ ফেনী শহরের আবুবক্কর সড়কে (নাজির রোড়) রাজামিয়া বাড়ীর রাজুর স্ত্রী রেশমী (১৯) গলায় উড়না পেঁচিয়ে আত্বহত্যা করেছে। শুক্রবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে রেশমীকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।

প্রত্যক্ষদর্শী জানান, পরিবারের কলহের কারনেই আত্বহত্যা করে রেশমী।এদিকে ঘটনাস্থলে মেয়েটির স্বামী এবং শশুর পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে জানতে চাইলে মেয়েটির শাশুড়ি জানান তারা মামলায় ফেঁসে যাওয়ার ভয়ে গা ঢাকা দিয়েছেন।

মেয়েটির ভাই মুঠো ফোনে জানিয়েছেন, রেশমীর স্বামী ও পরিবার বিভিন্ন সময় ব্যবসার কথা বলে যৌতুক দাবি করে আসছিল,পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারনে দাবিকৃত যৌতুক দিতে না পারায় তার বোন কে মেরে ফেলেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *