নিউজ ডেস্কঃ
নোয়াখালীতে ক্লাশ ফাঁকি দিয়ে পার্কে অবস্থান করায় শিক্ষার্থীদের পুলিশে দিলেন এমপি একরামুল করিম চৌধুরি।
এর পর তিনি ফেসবুকে লিখেন, অভিভাবকদের বলছি অাপনার সন্তানের খোঁজ খবর নিন। স্কুল কলেজ চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘুরাঘুরি করছে কিনা খবর নিন।
কোথায় যাচ্ছে লেখাপড়ায় করছে কিনা খেয়াল রাখুন, স্পষ্টভাবে বলছি স্কুল কলেজ চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী পার্কে ঘুরাঘুরি করলে পুলিশ থানায় ধরে নিয়ে শাস্তি প্রদান করবে।
অাজকে (১৬ জুলাই) স্কুল কলেজ চলাকালীন সময়ে পার্কে শিক্ষার্থীরা অাড্ডা দিচ্ছে দেখে পুলিশ থানায় নিয়ে গেছে। আমি পুলিশকে বলে দিয়েছি ওদের অভিভাবকরা থানায় আসলে তাঁদের দ্বায়িত্বে ওদের সর্তক করে ছেড়ে দিবে। অাশাকরি এই ধরনের ঘটনা পুনরায় না হউক।