গিয়াস উদ্দিন রনি: নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃত, বেলাল হোসেন (৩০) সাদ্দাম হোসেন সুমন (২৮) ও কাজল মিয়া (৪০)। একই উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বেগমগঞ্জ থানার রাজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই সহিদ উল্যা ও এএসআই আলমগীরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে, তাদেরকে আটক করে । এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-উর-রশিদ জানান, মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এ সময় মামলার পর আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।