ফেনী :
ফেনীতে সম্প্রতি উচ্ছেকৃত হকারদের পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান, ক্ষতিপূরণ ও প্রণোদনাসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করেছে সদর উপজেলা হকার্স ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল ১০টায় এ স্বারকলিপি প্রদান করেন ইউনিয়ন নেতৃবৃন্দ।
জেলা প্রশাসকের পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এবং অতিরিক্ত জেলাপ্রশাসক মোহাম্মাদ ইসমাইল।
জানাগেছে, অক্টোবরে মাসব্যাপী শহরের ট্রাংক রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর দু’পাশ থেকে ভাসমান হকারদের উচ্ছেদ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এতে শহরের যানজট নিয়ন্ত্রণ হলেও বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছেন সহস্রাধিক হকার।
বৃহস্পতিবার সকালে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা করে সদর উপজেলা হকার্স ইউনিয়ন।সভায় সংগঠনের আহবায়ক কামাল মাস্টার, যুগ্ম আহবায়ক মাবুল হক ও রাজন পাটোয়ারীসহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উচ্ছেদকৃত হকার্সদের মালামাল ফেরৎ দিতে হবে। হকারদের পুনর্বাসন করতে হবে, নইলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে।
সভা শেষে পাঁচদফা দাবিতে জেলা প্রশাসকের দপ্তরে স্বারকলিপি প্রদান করা হয়।
হকারদের সাথে একাত্মতা প্রকাশ করে সভা ও স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ফেনীর আহ্বায়ক মাকসুদুল আলম টিপু , সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ফেনীর আহ্বায়ক মালেক মনসুর ও ট্রেড ইউনিয়ন সংঘ ফেনীর আহ্বায়ক নাসির উদ্দিন সবুজ প্রমূখ।