প্রেস বিজ্ঞপ্তি-
ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র ৭ম
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র ৭ম
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বিকালে উপ-শহরের ভোরের কাগজ কার্যালয়ে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, বিএমএসএফ’র ফেনী জেলা কমিটির সহ সভাপতি ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ। তিনি বলেন, তৃণমূল সাংবাদিকদের প্রাণের সংগঠন বিএমএসএফ’র ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য ধারাবাহিক আন্দোলন চালিয়ে যেতে হবে।
সোনাগাজী উপজেলা কমিটির সভাপতি গাজী মো. হানিফের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসাঈন’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,

সোনাগাজী উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, নজরুল একাডেমি উপজেলা সভাপতি নুরুল আমিন পলাশ, বিএমএসএফ’র সোনাগাজী শাখার সহ সভাপতি জহিরুল হক সজীব, সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন, নির্বাহী সদস্য ডা. শুকলাল দেবনাথ, কবি মহি উদ্দিন খোকন, নুরুল আবছার সোহাগ, হাজারিকা প্রতিনিধি আবদুর রহিম, প্রভাতী খবর প্রতিনিধি আফতাব হোসেন মোমিন ভুঞা, আবু মুছা তুহিন প্রমুখ।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ। এর আগে জেলা কমিটিতে পদ প্রাপ্তদের সংবর্ধনা দেয় উপজেলা নেতৃবৃন্দ।