ফেনী প্রতিনিধি :ফেনীতে শিশু শ্রমীক অামেনাকে নির্যাতন ও দাগনভুঞায় স্কুল ছাত্রী ধর্ষনে অভিযুক্তদের বিচার দাবীতে খেলাঘর জেলা অাসরের মানববন্ধন অনুৃষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা খেলাঘর অাসরের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর অালম নান্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক টিটো দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রিয় অাসরের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম।
এসময় সংহতি প্রকাশ করে অারো বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র অাইনজীবি রশিদ শেখর, খেলাঘর কেন্দ্রিয় অাসরের সদস্য মোস্তফা মিয়া, এডাব ফেনী জেলা কমিটির সহ সভাপতি কাজী নোমান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ভোমিক প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ গ্রহন করেন।