সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর লামছি গ্রামে চুরির দায়ে ষাটোর্ধ বৃদ্ধ কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চর লামছি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়- চর লামছি গ্রামের মিলনের বাড়ির বদনা চুরির অভিযোগ এনে ষাটোর্ধ বৃদ্ধ কামাল উদ্দিন কে বাড়ি থেকে ডেকে নিয়ে লোহার মোটা শিকল দিয়ে বেঁধে ব্যাপক ভাবে প্রহার করে স্থানীয়রা । অতিমাত্রায় বেত্রাঘাতের ফলে বৃদ্ধ অজ্ঞান হয়ে পড়ে। পরে এলাকার লোকজনের সহায়তায় বৃদ্ধকে ছেড়ে দেওয়া হয়। এই নিয়ে ফেসবুকে চলছে সমালোচনার ঝড়।
সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন সূত্রে জানা যায়- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনা নিয়ে সমালোচনা হলে পুলিশ রাতেই ১ জনকে গ্রেফতার করে। তবে ঘটনার মুল হোতা সচিব মিলন আত্মগোপনে রয়েছে।
পুলিশ জানায়, অাহত কামালউদ্দিনকে উদ্ধার করা হয়েছে। নির্যাতনের ঘটনায় জড়িত বাচ্চু নামের ১ জনকে রাতে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত অাছে।