রাউজানে  অগ্নিকান্ডে ৭টি বসতঘর ভষ্মিভূত 

 

চট্টগ্রাম ব্যুরো :

 

চট্টগ্রাম রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ বসতঘর ভষ্মীভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাউজান পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের হেদায়ত আলী মুন্সির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র মতে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে একে একে ৭ কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন আব্দুল মোতালেব, মো. রফিক ড্রাইভার, জাহাঙ্গীর আলম, টিপু সুলতান, দিদারুল আলম, জানে আলম, নুরুল আমীন মধু।  এতে ৭ বসতঘরের নগদ টাকা, স্বার্ণালংকার, ফার্ণিসার ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। ক্ষতিগ্রস্ত টিপু সুলতান কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমার ঘরে নগদ ৫১ হাজার টাকা, স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না!’ এ প্রসঙ্গে রাউজান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মিঠু দেওয়ান বলেন, ‘অগ্নিকান্ডের খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে ছুটে গেলেও রাস্তা সংকির্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না পারায় আগুন নিয়ন্ত্রণ কাজের প্রস্তুতি নিতে দেরি হয়। তবে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।’  এদিকে গত শুক্রবার দিনদুপুরে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে উত্তর গুজরা গ্রামের মগদাই এলাকায় মো. মমতাজুর রহমানের গরু-মহিষের খামারে আগুনে চারটি মহিষের জীবন্ত বাচ্চা দগ্ধ হয়। এতে প্রায়  ৬লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *