পুলিশ কর্তৃক যুবককে হত্যার অভিযোগ

তানভীর আলম:- কুমিল্লা সদর উপজেলার বালুতুপায় এক পুলিশ কর্তৃক যুবকের হত্যার ঘটনায় উত্তেজিত জনতা পুলিশের একটি মাইক্রোবাসে আগুন দেয় এসময় তারা ৩ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। শুক্রবার ভোরে জেলার সদর উপজেলার বালুতোপা বাজারের পাশের সীমান্তমূখী একটি রাস্তায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকদের উদ্ধার করে জেলা সদরে নিয়ে আসে। স্থানীয়রা জানায়, একটি সাদা মাইক্রোবাসে করে সদর থানা পুলিশের চার সদস্য এক মোটরসাইকেল আরোহীকে সদর উপজেলার ভারতের সীমান্তবর্তী লক্ষ্মীপুর এলাকা থেকে ধাওয়া করে।
পরে সদরের বালুতুপা এলাকার সড়কে এসে আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে যুবকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধরে বালুতুপার এক ফসলি জমিতে নিয়ে পিটিয়ে হত্যা করে। এ সময় স্থানীয় লোকজন পুলিশের ওই চার সদস্যকে ঘিরে ফেললে একজন পালিয়ে যায়। বাকী তিনজনকে স্থানীয়রা আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে। তবে পুলিশ জানায়, সদর মডেল থানার এএসআই জহিরের নেতৃত্বে পুলিশ রাস্তায় টহল দিয়ে ভোরে থানায় ফেরার পথে সদর উপজেলার বালুতুপা এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করলে সে রাস্তা থেকে ছিটকে পড়ে নিহত হয়। এসময় পুলিশের ব্যবহৃত একটি মাইক্রোবাসও রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়।এ ঘটনায় সকালে উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে পুলিশ কনস্টেবল কামাল ও খোরশেদ সহ ৩ পুলিশকে আটক করে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে আটক ৩ পুলিশ কনস্টেবলকে উদ্ধার করেছে। এদিকে জনতার কবল থেকে উদ্ধার হওয়া ৩ পুলিশ সদস্যকে ঘটনার বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি,
সীমান্তবর্তী এলাকাগুলোতে সদর থানা পুলিশের সদস্যরা সব সময় বেপরোয়া মনোভাব দেখায়। তারা স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িয়ে অনেক সাধারণ মানুষকে হয়রানি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *