দাগনভূঞায় কৃষি কর্মকান্ড পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক

মো. সাইফ উদ্দিন মিঠু, দাগনভূঞা :
৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে ফেনীর দাগনভূঞা উপজেলা কৃষি অফিস ও চলমান কৃষি কর্মকান্ড পরিদর্শনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো: আবদুল মুঈদ।

তিনি দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে দন্ডায়মান রোপা আমনের মাঠ পরিদর্শন করেন।

চলমান করোনা মহামারীতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকরা যেন সঠিকভাবে আমন ধান ঘরে তুলতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

পরবর্তীতে তিনি উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কাজুবাদাম ফলের চারা রোপণ করেন।

এছাড়াও তিনি উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় নির্মাণাধীন কৃষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ডিএই) কৃষিবিদ মো: মঞ্জুরুল হুদা, ফেনী কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক (ডিএই) কৃষিবিদ তোফায়েল আহমদ চৌধুরী, চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ উপপরিচালক (কোয়ারেন্টাইন) কৃষিবিদ ড. আসাদুজ্জামান বুলবুল , প্রকল্প পরিচালক মো: লুৎফর রহমান, এনএফএলসিসি প্রকল্প মনিটরিং অফিসার মোঃ জুলফিকার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রাফিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: হারুন অর রশীদ, এসএপিপিও এবং সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রনী মজুমদার ও মোশারফ হোসেন সহ প্রমুখ।

পরিদর্শন শেষে দাগনভূঞা উপজেলার সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধারা অব্যাহত রাখতে নির্দেশনা প্রদান করেন।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *