পরশুরামে অপহরণের দুইদিন পরে স্কুল ছাত্রী’কে উদ্ধার করেছে পুলিশ, আটক- ১

আবদুল মান্নান :
পরশুরামে থেকে অপহৃত স্কুল ছাত্রী(১৬) কে দুইদিন পর কুষ্টিয়ার কুমারখালি থেকে উদ্ধার করেছে পরশুরাম থানা পুলিশ টিম। ২৮মে শুক্রবার দুপুরে কুষ্টিয়া ডিবি পুলিশের সহয়তায় কুমারখালিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত আরমান বিশ্বাস(২১) নামের একজন’কে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়,পরশুরামের স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে মোবাইলফোনে সম্পর্ক গড়ে তোলে আরমান বিশ্বাস(২১)। আরমান বিশ্বাস কুষ্টিয়ার জেলার কুমারখালির মোঃ আক্কাচ বিশ্বাস এর ছেলে।
জানা যায়,অভিযুক্ত আরমান বিশ্বাস ওই স্কুল ছাত্রী’কে পুষলিয়ে গত ২৭ মে(বৃহস্পতিবার) বিকালে পরশুরাম থেকে অপহরণ করে নিয়ে যায়।
এদিকে অভিভাবকরা স্কুল ছাত্রী’কে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তার বাবা বাদী হয়ে মেয়ের সন্ধান চেয়ে পরশুরাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। জিডির দেওয়া তথ্যের উপর ভিত্তি করে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ-খালেদ হোসেন এর নেতৃত্বে এসআই মশিউর রহমান ও এসআই রেজাউল করিম সহ শুক্রবার দুপুরে পুলিশ প্রযুক্তির সহায়তায় আরমান বিশ্বাসের অবস্থান নিশ্চিত হয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের সহয়তায় তার বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্ত আরমান বিশ্বাস’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান বিশ্বাস পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদ হোসেন জানান, অপহৃত ওই স্কুল ছাত্রীর সন্ধান চেয়ে গত ২৭ মে (বৃহস্পতিবার) তার বাবা বাদী হয়ে পরশুরাম থানায় একটি সাধারণ ডায়েরি করে। জিডি’তে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া ডিবি পুলিশ’কে সাথে নিয়ে ২৮ মে শুক্রবার দুপুরে পরশুরাম থানা পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়ার কুমারখালি থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্ত আরমান বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় বাদী হয়ে স্কুল ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এ পরশুরাম থানায় একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *