গাজীপুরের কালিয়াকৈরে স্বামীকে তালাক দেয়ায় ক্ষুব্দ হয়ে স্ত্রীকে ছুড়িকাঘাতে হত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় স্বামীকে তালাক দেয়ায় ক্ষুব্দ হয়ে ছুড়িকাঘাতে হত্যা করেছে পাশন্ড স্বামী। এঘটনায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

এলাকাবাসী ও পুলিশ জানায়,গত চার মাস পুর্বে নওগা সদর উপজেলার মোকরমপুর গ্রামের মনছুর আলীর ছেলে রতন মিয়ার সাথে আরজিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর হতেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঘটনায় গেল বুধবার আরজিনা আক্তার স্বামী রতন মিয়াকে ডিভোর্স দেওয়ার জন্য মৌচাক কাজী অফিসে গিয়ে স্বামী রতন মিয়াকে ডিভোর্স দেয়।

এসময় নিকাহ রেজিষ্টার (কাজী) বিষয়টি রতন মিয়াকে ফোনে জানালে রতন মিয়া তাৎক্ষনিক ওই অফিসে গিয়ে তার ন্ত্রী আরজিনাকে নিয়ে একটি রিক্সায় উঠে বাসায় যাওয়ার পথে সুফিয়া হাসপাতালের সামনে আসার পর স্ত্রীকে রিকসায় বসিয়ে রাখে। পরে পাশেই একটি দা-বটি বিক্রেতার দোকানে গিয়ে একটি দারালো ছুড়ি এনে আরজিনার পেটে কয়েকটি আঘাত করে।

এতে আরজিনার পেট থেকে নারী ভুরি বেড়িয়ে যায়। এসময় স্থানীয় জনতা রতন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশের সহায়তায় স্থানীয়রা আরজিনাকে উদ্ধার করে টাঙ্গাইল জেলার মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করেন। আরজিনার অবস্থা খারাপ হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে আরজিনা মারা যায়।

গ্রেপ্তারকৃত হলো নওগা সদর উপজেলার মোকরমপুর গ্রামের মনছুর আলীর ছেলে রতন মিয়ার (৩৫)। নিহত স্ত্রী আরজিনা আক্তার নওগা জেলার প্রতিœতলা উপজেলার গুটিল গ্রামের আকবর আলীর মেয়ে। এটা দুজনেরই তৃতীয় বিয়ে।
আরজিনা আক্তার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মেহের আলীর বাড়িতে বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি কারখানায় চাকুরি করতো।
এব্যাপারে মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই সাইফুল আলম জানান, মাত্র কয়েক মাস আগে তাদের বিয়ে হয়েছে। পারিবারিক কলহের জের ধরে আরজিনা স্বামীকে বুধবার ডিভোর্স দিলে স্বামী রতন মিয়া ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুিড় দিয়ে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর হত্যার চেষ্টা করে। এঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়েছে এবং আসামী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *