সোনাগাজী প্রতিনিধি :সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের জিৎপুরে ভুমি বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান অাসামি জামাল উদ্দিন (৪০) কে সোমবার বিকালে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই গ্রামের আক্রাম আলী বাড়ীর মৃত ছেরাজুল হকের ছেলে।
ওই মামলায় আরো তিন জন পলাতক অাছেন। তারা হলেন, মহিউদ্দিন সুজন (২২), জোৎস্নারা বেগম (৪৫), শহীদুল ইসলাম সজিব (২২)।
বিস্তারিত অাসছে…