চট্টগ্রামের ১৬ আসনেই জয়ী মহাজোট

নিউজ ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে বড় জয় পেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এতে সবক’টি আসনেই বড় ব্যবধানে জয় লাভ করেন মহাজোটের প্রার্থীরা। গতকাল রোববার রাতে জিমনেশিয়াম এবং জেলা প্রশাসন কার্যালয়ে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।
তবে এসব আসনের একটিতেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ঐক্যফ্রন্টের প্রার্থীরা। জিমনেশিয়াম নিয়ন্ত্রণ কক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা বিভাগীর কমিশনার মো. আবদুল মান্নান গত রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের ৬টি আসনের ফলাফল ঘোষণা করেন। এছাড়া জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন গত রাত ৯টার দিকে বাকি ১০ আসনের ফলাফল ঘোষণা করেন।
জয়ী যারা : চট্টগ্রাম-১ আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-২ আসনে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম-৩ আসনে মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৬ আসনে এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনে ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনে মঈনউদ্দীন খান বাদল,
চট্টগ্রাম-৯ আসনে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ আসনে ডা. আফছারুল আমীন, চট্টগ্রাম-১১ আসনে এম এ লতিফ, চট্টগ্রাম-১২ আসনে সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ আসনে নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনে আবু রেজা নদভী এবং চট্টগ্রাম-১৬ আসনে মোস্তাফিজুর রহমান চৌধুরী জয় পেয়েছেন।
এদের মধ্যে সৈয়দ নজিবুল বশর তরিকত ফেডারেশনের, ব্যারিস্টার আনিসুল ইসলাম জাতীয় পার্টির এবং মঈনউদ্দীন খান বাদল জাসদের। বাকিরা সবাই আওয়ামী লীগের।
Related News

সোনাগাজীর মজলিশপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা অনুষ্ঠিত | বাংলারদর্পণ
গাজী মোহাম্মদ হানিফ : সোনাগাজী উপজেলার ১নং চর মজলিশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা ২০শে জানুয়ারি বুধবারRead More

দাগনভূঞায় সিআইজি খামারীগনের মধ্যে প্রদর্শনী উপকরণ বিতরণ
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনRead More