মোশারফ হোসেন ,
রামগড় খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুলে প্আজ ১ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় স্বেচ্ছাসেবী সংস্থা পাহাড়িয়া সোসাইটির প্রধান কার্যালয়ে সংস্থার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান শুরু করেন প্রধান অতিথি রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল।
এরপর পাহাড়িয়া সোসাইটির চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র রফিকুল আলম কামাল,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার, স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, সংস্থার নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান ডাঃ সালমা আক্তার, এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সাবেক ভারপ্রাপ্ত মেয়র দেলোয়ার হোসেন, সংস্থার পরিচালক প্রশিক্ষণ ও কর্মসংস্থান হ্যাপী রানী ত্রিপুরা, পরিচালক অর্থ এমদাদ খাঁন সহ সংস্থার সাধারণ সদস্য গন ও স্থানীয় গণ্যমান্য বৃন্দ। সর্বশেষ সংস্থার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ দেরকে ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মাননা স্মারক প্রদান করেন।