নিউজ ডেস্কঃ
ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভা গতকাল বুধবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম। সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ।নিজাম হাজারী এমপি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোন মাদকসেবী বা মাদকের সাথে কোন প্রকার সম্পৃক্ততা আছে এমন কাউকে কমিটিতে স্থান দেয়া হবে না।
এ ব্যাপারে তিনি জিরো টলারেন্স অবস্থানে থাকবেন। এছাড়া যারা এলাকায় বিশৃঙ্খলা করে তাদেরকেও কমিটিতে না রাখার ঘোষনা দেন। তিনি বলেন, তৃনমূলে যাদের গ্রহনযোগ্যতা আছে এমন যোগ্য ব্যক্তিদের কমিটিতে স্থান দেয়া হবে। সভায় আগামী এক মাসের মধ্যে ফেনী জেলা আওয়ামী লীগের আওতাধীন প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিটি উপজেলা ও উপজেলার আওতাধীন পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন তদারকি করার জন্য জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে ৭ (সাত)টি টিম গঠন করা হয়। ৭টি টিম নিম্নরূপ :
ফেনী সদর: জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার আলী হায়দারের নেতৃত্বে আশ্রাফুল আলম গিটার ও নুরের নবী ভুঁঞা রাজু। ফেনী পৌরসভা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেমের নেতৃত্বে সদস্য হাজী আলাউদ্দিন, হারুন অর রশিদ মজুমদার ও নিজাম উদ্দিন মজুমদার।
সোনাগাজী : জেলা আওয়ামী লীগের সদস্য ও ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার ও স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মাহবুবুল হক লিটন।
দাগনভূঞা : জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, সিরাজুল ইসলাম পাটোয়ারী, মহি উদ্দিন দিদার ও মাষ্টার অলি আহাম্মদ।
ফুলগাজী : জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, বাহার উদ্দিন বাহার, সাংস্কৃতিক সম্পাদক- জেলা আওয়ামী লীগ ও এডভোকেট সৈয়দ আবুল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জেলা আওয়ামী লীগ।
পরশুরাম : জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন, নিজাম উদ্দিন মজুমদার ও এডভোকেট ফরিদ আহাম্মদ হাজারী।
ছাগলনাইয়া : সিরাজদ্দৌলা মজুমদার-সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ, জামাল উদ্দিন আহাম্মদ- প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা আওয়ামী লীগ ও কামরুজজ্জামান আরিফ- শ্রম বিষয়ক সম্পাদক- জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত সাতটি তদারকি টিম গঠনে সত্যতা নিশ্চিত করা হয়।