ফেনীতে বাখরাবাদের অভিযানে বেরিয়েছে গ্যাস লুটপাটের চিত্র | বাংলারদর্পন 

ফেনী প্রতিনিধি :

ফেনী শহরের শান্তি ধারা আবাসিক এলাকায় মডেল মাদরাসা সংলগ্ন ফিউচার ভবন। ৬ তলার ওই আবাসিক ভবনে একটির অনুমোদন নিয়ে জ্বালানো হয় ১৮টি চুলা। মঙ্গলবার অবৈধ সংযোগ বিচ্ছিন্নে এ্যাকশনে নামে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড। বিশেষ এ অভিযানে বেরিয়ে আসে গ্যাস লুটপাটের ভয়াবহ চিত্র। দিনভর অভিযানকালে ৯টি ভবনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার  ‘ফেনীতে বাখরাবাদের গ্যাস হরিলুট, বিলের টাকা কর্মকর্তা-দালালের পকেটে- অভিযানেও বন্ধ হয়না অবৈধ সংযোগ’ শিরোনামে তথ্যবহুল সংবাদ প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। সংশ্লিষ্ট মহলে টনক নড়ে। সংবাদটি নজরে পড়া মাত্রই জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বাখরাবাদের দুই ম্যানেজারকে তার কার্যালয়ে ডেকে পাঠান। সকল অনিয়ম প্রসঙ্গে আগামী ৪ জুলাইয়ের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। একইসাথে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বলেন।

এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বাখরাবাদের দুটি বিশেষ টিম অভিযানে বের হয়। অভিযানকালে ফিউচার ভবন ছাড়াও শান্তিধারা আবাসিক এলাকার সুলতানা বিলকিছের মালিকীয় ভবন, কদলগাজী রোডের মুন্সি জহির আহমেদের মালিকীয় ভবন, সিরাজুল হকের মালিকীয় ভবন, মাহমুদুল হাসানের মালিকীয় ভবন, পেট্টোবাংলা সংলগ্ন আরামবাগ এলাকার শাহজাহানের ভবন, পাঠানবাড়ী সড়কের মহিলা মাদরাসা সংলগ্ন গিয়াস উদ্দিনের মালিকীয় ভবন, আইয়ুব খানের মালিকীয় ভবন ও শাহীন একাডেমী সড়কের জেপি টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া আরো ২৩টি ভবনের গ্যাস সংযোগ বৈধ কিনা তা পরীক্ষা করা হয়। এর মধ্যে সংবাদে উল্লেখিত নাজির রোডের (আবু বক্কর ছিদ্দিক সড়ক) হাজী দ্বীন মোহাম্মদ ম্যানশন ও আছিয়া-কবির ম্যানশনের বাসিন্দারা বৈধ কাগজপত্র প্রদর্শন করে। অভিযানে বাখরাবাদের ফেনী এরিয়া অফিস ব্যবস্থাপক মো: মহিবুর রহমান ও ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সংবাদটি প্রকাশের পর থেকে আরো গ্যাস লুটপাট সহ অফিসের অনিয়ম-দূর্নীতি বেরিয়ে আসছে।

বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেডের ফেনী এরিয়া অফিস ব্যবস্থাপক মো: মহিবুর রহমান  জানান, গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বাখরাবাদ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাঠে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *