ফেনীতে রেলওয়ে পুলিশ কর্তৃক সংবাদকর্মী লাঞ্চিত : ফেনী’ প্রেসক্লাবের নিন্দা

ফেনী’ প্রতিনিধি :
ফেনীতে রেলওয়ে স্টেশনে পুলিশ কর্তৃক সংবাদ কর্মী লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার বিকেলে সংবাদ সংগ্রহে করোনা পরিস্থিতিতে জনমানবহীন স্টেশনের ছবি সংগ্রহ করতে যায় দৈনিক প্রভাতি খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ও চ্যানেল সিক্সের ফেনী প্রতিনিধি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর কার্যকরী সদস্য নাজিম চৌধুরি সহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পারসন রিয়াদ মোল্লা।

চলমান লকডাউনের কারণে রেলযোগ বন্ধ থাকার কারণে স্টেশনের বর্তমান অবস্থা ও স্টেশনের ভাসমান মানুষদের দুর্ভোগ নিয়ে সংবাদ ও ছবি সংগ্রহ করার লক্ষ্যে প্রবেশ করলে রেলওয়ে পুলিশের শাহআলম নামের এক এএসআই ও বারেক নামের এক কনস্টেবল তাদের দিকে তেড়ে আসে, এসময় সংবাদ কর্মী পরিচয় দিলেও প্রবেশের জন্যে তাদের অহেতুক খারাপ ব্যবহার সহ গালমন্দ করেন। এবং এক পর্যায়ে সংবাদ কর্মীদের গায়ে হাত তোলার জন্যে তেড়ে যান।

এ ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত তদন্তপুর্বক ব্যাবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ফেনী প্রেসক্লাব সভাপতি জসিম মাহমুদ ও সাধারন সম্পাদক- ইউছুফ আলী।

এই ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে জানান ব্যাপারটি খতিয়ে দেখবেন। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *