অনলাইন প্রেস ইউনিটি ফেনী জেলা শাখার কমিটি গঠন :সভাপতি- জাহাঙ্গীর, সম্পাদক – নান্টু

 

ফেনী প্রতিনিধিঃ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন ” অনলাইন প্রেস ইউনিটি ” ফেনী জেলা শাখার  কমিটিতে সভাপতি পদে  নির্বাচিত হয়েছেন   এবি নিউজ টোয়েন্টিফোর ডট কম  এর ফেনী জেলা প্রতিনিধি    জহিরুল ইসলাম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক  নির্বাচিত হয়েছেন এনএ নিউজ টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক নান্টু লাল দাস।

সহ – সভাপতি  সমসাময়িক ডট কম এর সম্পাদক রোখসানা ছিদ্দিকি ও  সমকাল ডট কম  এর  ছাগলনাইয়া প্রতিনিধি জাকারিয়া হায়দার সুমন।

যুগ্ম – সম্পাদক পরশুরাম টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক আবু ইউছুফ মিন্টু,  কোষাধ্যক্ষ  প্রত্যহ নিউজ টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক জহিরুল হক খাঁন সজিব, দপ্তর সম্পাদক  সিটিজি পোষ্ট টোয়েন্টিফোর ডট কম এর ফেনী প্রতিনিধি কামরুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক   এসটিভি টোয়েন্টিফোর ডট কম  ফেনী প্রতিনিধি  মিনহাজ ভুঁইয়া  ,  প্রচার সম্পাদক  সমসাময়িক ডট কম ছাগলনাইয়া প্রতিনিধি নাছির উদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক আজকের প্রভাত ডট কম ফেনী প্রতিনিধি জয়নাল আবদিন চৌধুরী রনি।

সম্মানিত সদস্য হলেন, বাংলার দপর্ণ সম্পাদক ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ, ভোরের কাগজ ডট কম দাগনভুইয়া প্রতিনিধি ও  প্রেসক্লাব সাবেক সভাপতি সিরাজ উদ্দিন দুলাল,  জিএস নিউজ টোয়েন্টিফোর ডট কম সম্পাদক ও সোনাগাজী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন মেহেদী, ফুলগাজী টোয়েন্টিফোর ডট কম সম্পাদক জহিরুল ইসলাম রাজু,  সোনাগাজীর আলো টোয়েন্টিফোর ডট কম’র বার্তা সম্পাদক মো. ছালাহ উদ্দিন।

এ দিকে উক্ত সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন  সোনাগাজী উপজেলা পরিষদের চে্য়ারম্যান  জেড় এম কামরুল আনাম,  পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চে্য়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গীটার,  এড, জাহাঙ্গীর আলম নান্টু,  ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপণ মিয়াজী,  কালেরকন্ঠ পত্রিকার  ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা।

রবিবার বিকালে ফেনী পৌরসভাস্থ বাংলার দপর্ণ কার্যালয়ে  সদস্যদের উপস্থিতি ও মতামতের মাধ্যমে আগামী  ১ বছরের জন্য উক্ত কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *