ফেনী প্রতিনিধি :ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অা’লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় বৃহষ্পতিবার ৪র্থ দিনের মতো তদন্ত কর্মকর্তা পরিদর্শক অাবুল কালাম অাজাদের অাংশিক সাক্ষ্য নেওয়া হয়েছে।
এর অাগে ১১, ১২ ও ১৮ অক্টোবর তিনদিন অাংশিক সাক্ষ্য দেন তিনি। ফেনী জজ আদালতের পিপি হাফেজ অাহাম্মদ বলেন, জেলা ও দায়রা জজ অামিনুল হকের অাদালতে এ সাক্ষ্য গ্রহন করা হয়।
অাদালত সুত্রে জানা যায়, এ মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে বাদী সহ ৫০ জন সাক্ষী অাদালতে সাক্ষ্য দিয়েছেন।
উল্লেখ্য. ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হকের গাড়ীর গতিরোধ করে কুপিয়ে, গুলি করে এবং পুড়িয়ে হত্যা করা হয়।