ঝিনাইদহে ১০টন সালফিউরিক এসিড জব্দ, কারখানা মালিককে জরিমানা, লাইসেন্স বাতিল

 

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ :

ঝিনাইদহের বিসিক শিল্প নগরীর মেসার্স তৌহিদ ফিউচার ভিশন নামের একটি সার কারখানায় অভিযান চালিয়ে ১০টন সালফিউরিক এসিড জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৪.১০.২০১৭ ইং মঙ্গলবার সকালে র‌্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এসময় অনুমোদন অতিরিক্ত এসিড রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা ও কারখানার লাইসেন্স বাতিল করা হয়। এসময় কারখানার মালিক তৌহিদুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন না।

ভ্রাম্যমাণ আদাল সূত্রে জানা যায়, বিসিক শিল্প নগরীর মেসার্স ফিউচার ভিশন নামের একটি জিংক সার তৈরির কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর সকালে অভিযান চালায়। এসময় অনুমোদন অতিরিক্ত সালফিউরিক এসিড রাখা ও পরিবেশ দুষণ করার দায়ে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৫০এর ২ধারা মোতাবেক ৫হাজার ও এসিড লাইসেন্স আইন ২০০২এর ৩৯ধারা মোতাবেক ১০হাজার টাকা জরিমানা সেই সাথে ১০টন এসিড জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *