সিলেটের গোলাপগঞ্জে টিলা কাটার দায়ে ১০ হাজার টাকা জরিমানা

আবুল কাশেম রুমন,সিলেট:
সিলেটের গোলাপগঞ্জে টিলা কাটার দায়ে প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবার) অবৈধ ভাবে টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ওই দিন বিকেল ৪ টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়ন আমনিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিদা সুলতানা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির জানতে পারেন যে আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামে অবৈধ ভাবে টিলা কেটে মাটি নেওয়া হচ্ছে।

তাৎক্ষণিক তিনি ওই এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানাকে বিষয়টি অবগত করেন। এরপর অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ ভাবে টিলাকাটার ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোথাও টিলাকাটা হলে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোরও আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *