ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছেন সোনাগাজীর রিমন

 

ফেনী প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে (এ বিভাগে) সফলতার সাথে মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে সোনাগাজী আল হেলাল একাডেমীর ছাত্র ইফতিয়ার আহমেদ রিমন।

 

সে সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ড জানু ফরায়েজী বাড়ির আবুধাবি প্রবাসী আব্দুল কাদির ও পারভিন আক্তারের ছোট ছেলে।

 

রিমন ২০১৫ সালে সোনাগাজী আল হেলাল একাডেমীর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (গোল্ডেন) ও ২০১৭ সালে ঢাকা কলেজের একই বিভাগ থেকে জিপিএ-৪.৭৫ পেয়ে তার সফলতা অটুট রাখে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অনার্স ভর্তি পরিক্ষায় বিজ্ঞান অনুষদে ১৭২.৫০ মার্কস পেয়ে মেধাতালিকায় ৩৪৪তম স্থান দখল করে।

 

রিমন তার সফলতার জন্য স্কুলের সকল শিক্ষক ও তার বড় ভাই তৌহিদুল ইসলাম ফুয়াদের নিকট কৃতজ্ঞ। সে সোনাগাজীবাসীর দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *