লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের নির্দেশে নামাজের সময় দোকানপাট বন্ধের নির্দেশ প্রত্যাহার!

 

লক্ষীপুর :

লক্ষ্মীপুর পৌর শহরে নামাজের সময় সব দোকানপাট বন্ধের নির্দেশ প্রত্যাহার করে নিলেন মেয়র আবু তাহের।রোববার লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের নির্দেশে পৌর শহর এলাকায় নামাজের সময় সব দোকানপাট বন্ধ রাখার জন্য মাইকে প্রচারণা চালানো হয়। এতে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মেয়রকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। পরে মাইকিং করে এ নির্দেশ প্রত্যাহার করে নেয়া হয়।

আবু তাহের এবার আওয়ামী লীগের টিকিটে মেয়র নির্বাচিত হন। এর আগে আরও দুবার তিনি মেয়র নির্বাচিত হন।জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, রোববার নামাজের সময় সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণার পর সোমবার নামাজের সময় বেশির ভাগ দোকানপাট বন্ধ রাখা হয়। এ সময় হিন্দু ধর্মাবলম্বীরাও বাধ্য হয়ে নামজের সময় দোকানপাট বন্ধ রাখেন। এতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

অনেকে মেয়রের সিদ্ধান্ত সঠিক বলে দাবি করেন। তবে কিছু ব্যবসায়ী অসন্তোষ প্রকাশ করে বলেন, এমনিতেই ব্যবসা-বাণিজ্যের অবস্থা খারাপ যাচ্ছে। এমন পরিস্থিতিতে দোকানপাট বন্ধ করে ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা।এ ঘটনার পর জেলা প্রশাসক হোমায়রা বেগম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার রাতে পৌর মেয়র আবু তাহেরকে কারণ দর্শানোর নোটিশ দেন।

পরে মঙ্গলবার পুনরায় মাইকিং করে নামাজের সময় শহরের দোকানপাট বন্ধের নির্দেশ প্রত্যাহার করে নেন মেয়র।এ ব্যাপারে জেলা প্রশাসক হোমায়রা বেগম জানান, নামাজের সময় দোকানপাট বন্ধের নির্দেশ দেয়ায় পৌরসভার মেয়রকে কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়েছে। ওই নোটিশের জবাবে মেয়র তা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান।

মেয়র আবু তাহের জানান, চকবাজার জামে মসজিদ কমিটির সভাপতি হিসেবে তিনি নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেছেন। এ ব্যাপারে কাউকে জোর-জবরদস্তি করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *