সোনাগাজী পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাবিব এন্ড সন্সের ব্যাগ বিতরণ- বাংলারদর্পন

 

ইকবাল হোসাইন :

সোনাগাজী বাজারের মেইন রোড়ে বড় মসজিদ গেইট এর বিপরীতে অবস্থিত    ‘হাবিব এন্ড সন্স’ ইংরেজী নববর্ষ -২০১৮ উপলক্ষে সোনাগাজী পৌরসভার সকল স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষকদের অফিস ব্যাগ উপহার দেন।

‘হাবিব এন্ড সন্স’ এর সত্ত্বাধিকারী ছানা উল্লাহ সাকিল  জানান, ব্যবসায়ের পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করার চেষ্টা করি।সে চেষ্টা থেকেই এইবার ইংরেজি নববর্ষ উপলক্ষে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা প্রধান শিক্ষকদেরকে অফিস ব্যাগ উপহার প্রদান করা।  তিনি আরো জানান,তার প্রতিষ্ঠানে  সকল প্রকার দেশী-বিদেশি স্কুল ব্যাগ, কলেজ ব্যাগ, বেনেটি ব্যাগ, মহিলাদের হাত ব্যাগ, বাচ্ছাদের সাইড ব্যাগ, ট্রাভেল ব্যাগ, চেইন ব্যাগ, ট্রলি ব্যাগ, পাসপোর্ট ব্যাগ, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, টিফিন ব্যাগ, স্পোর্টস ব্যাগ সহ আধুনিকতার ছোঁয়াতে বিভিন্ন ডিজাইন এর ব্যাগের সমাহার।

এখানে আরো পাওয়া যাচ্ছে রুচি ও চাহিদার সাথে মিল রেখে সকলের সাধ্যের কথা বিবেচনা রেখে, নিত্য নতুন আধুনিকতার ছোঁয়ায় সকল প্রকার দেশী-বিদেশি কসমেটিক— জুয়েলারি ও বিয়ের ফুল সাজানি আইটেম, ক্রিড়া সামগ্রী, বেবি ফুড আইটেম, ও সকল প্রকার গিফট সামগ্রী। তাছাড়া এর মধ্যেই তারা বাজারে এনেছে নিত্য নতুন ডিজাইনের অরিজিনাল লেদারের সব পণ্যসামগ্রী।

সবশেষে তিনি সবাইকে ইংরেজি নববর্ষ -২০১৮ এর শুভেচ্ছা জানান এবং তার প্রতিষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *