নিজস্ব প্রতিবেদকঃ
সৌদিআরব জেদ্দা প্রবাসী সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। জেদ্দাস্থ বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ কে সভাপতি, সাহাব উদ্দিন (মাস্টার) কে সাধারণ সম্পাদক ও দাউদুল ইসলাম সবুজ কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
বরিবার (৭ জানুয়ারি) সৌদিআরব স্থানীয় সময় রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটির উপদেষ্টা পদে কাজী সাহাব উদ্দিন, ওহিদুর রহমান, আবদুল ওহাব (ইঞ্জিনিয়ার), আবদুর রহমান (বিএসসি), সাহাব উদ্দিন (শুলাখালী) সাহাব উদ্দিন (মুক্তার), দুলাল (মানুমিয়ার হাট), বেগু মিয়া, আহছান উল্লাহ, জয়নাল আবদীন (সফরপুর), সিনিয়র সহ-সভাপতি পদে ওমর ফারুক স্বপন, সহ- সভাপতি পদে জাহাঙ্গীর আলম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাফেজ কামাল, দুলাল/মামুন, সহ- সাংগঠনিক পদে নাছির উদ্দিন সুজন, প্রচার সম্পাদক পদে বেলাল/জমিদার, কোষাধ্যক্ষ পদে আনোয়ার হোসেন ফারভেজ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে জামশেদ আলম ও সহ- ধর্ম বিষয়ক সম্পাদক পদে সাহেদ কে নির্বাচিত করা হয়েছে।