দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গুনিয়ায় পুলিশি অভিযান : শতাধিক মোটরসাইকেল আটক

বাংলার দর্পন ডটকম:

 

রাঙ্গুনিয়ায় বিধিবহির্ভূত ভাবে চালানো শতাধিক মোটর সাইকেল আটক করেছে থানা পুলিশ। দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে বলে পুলিশ জানায়। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঞা বলেন, ‘সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাঙ্গুনিয়াব্যাপী বিশেষ পুলিশি অভিযান চলছে।

এর অংশ হিসেবে মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা কালে বিধিবহির্ভূত শতাধিক মোটর সাইকেল আটক করা হয়। বৈধ কাগজপত্রবিহীন, নাম্বারবহীন, অনিবন্ধিত, চালক লাইসেন্স বিহীন, অতিরিক্ত আরোহি সহ বিধিবহির্ভূত ভাবে চালানোর দায়ে এসব মোটরসাইকেল আটক করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *